ঢাকা , সোমবার, ০৭ জুলাই ২০২৫
সংবাদ শিরোনাম :
আজ ৫ জুলাই পালিত হয়েছে ১০৩তম আন্তর্জাতিক সমবায় দিবস।  ঢাকা ক্রেডিটের ৭০তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন ৪৮তম বিসিএস পরীক্ষা ১৮ জুলাই, প্রশ্ন থাকবে মেডিকেল সায়েন্স ও সাধারণ বিষয়ে ভারতীয় ক্রিকেট দলের আসন্ন বাংলাদেশ সফরে সায় নেই দিল্লির 'যীশুর সাথে জীবন আরও সুন্দর হয়' : "দ্য চুজেন"-এর তারকা রুমি চির নিদ্রায় শায়িত হলেন এসএমআর এর সিস্টারস্ সংঘের সিস্টার মেরী লিলিয়ান মানবজাতির সম্মানহানি হয়, এমন এআই তৈরি করা যাবে না: পোপ ​​​​​​​ইসরায়েল এবং ইরানের মধ্যে দ্বন্দ্বের শুরু কবে থেকে? বুড্ডিস্ট ক্রেডিট-এর কর্মকর্তাগণের সোসাইটির প্রধান কার্যালয় পরিদর্শন কাককোর নতুন চেয়ারম্যান হলেন মি. টুটুল পিটার রড্রিক্স  উৎসবের আমেজে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা পর্দা উঠলো হাউজিং সোসাইটির দু’মাস ব্যাপী ‘সেবাকাল-২০২৫’ কারিতাস বাংলাদেশ এর নেতৃত্বে পরিবর্তন আশাময় ধরিত্রী বিনির্মাণে পুণ্যপিতা পোপ ফ্রান্সিস ও পোপ লিও চতুর্দশ’ পোপ লিও চতুর্দশ উদ্বোধনী অনুষ্ঠান: 'আসুন আমরা ঈশ্বরের দিকে একত্রে চলি এবং একে অপরকে ভালোবাসি' বাংলাদেশ প্রাক্তন সেমিনারিয়ান ফোরামের ইস্টার পূনর্মিলনী ও প্রার্থনা সভা অনুষ্ঠিত ​​​​​ পোপ লিও চতুর্দশের জীবনী, জন্ম নাম: রবার্ট ফ্রান্সিস প্রিভোস্ট নতুন পোপ নির্বাচনে কনক্লেভ শুরু কনক্লেভের প্রথম দিনের সমাপ্তির ইঙ্গিত কালো ধোঁয়া পোপ নির্বাচনের জন্য কার্ডিনালদের কেন একটি কক্ষে আটকে রাখা হয়: কনক্লেভের উৎপত্তি

হাউজিং সোসাইটির "নীড় ছাত্রী হোস্টেল" -এর শুভ উদ্বোধন ও আশীর্বাদ অনুষ্ঠিত

  • আপলোড সময় : ০৫-১২-২০২৪ ০৮:৪৩:২৪ পূর্বাহ্ন
হাউজিং সোসাইটির "নীড় ছাত্রী হোস্টেল" -এর শুভ উদ্বোধন ও আশীর্বাদ অনুষ্ঠিত হাউজিং সোসাইটির "নীড় ছাত্রী হোস্টেল" -এর শুভ উদ্বোধন ও আশীর্বাদ

সমাজের যেসকল মেয়েরা গ্রাম পর্যায়ের স্কুল জীবন শেষ করে রাজধানী ঢাকায় ভালমানের কলেজে পড়াশুনা করতে আসেন কিন্তু তাদের আবাসনের তেমন কোন ব্যবস্থা নেই; এমন বাস্তবতায় হাউজিং সোসাইটির ব্যবস্থাপনা কমিটির সূদুর প্রসারী চিন্তার ফসল ‘নীড় ছাত্রী হোস্টেল’-এর শুভ উদ্বোধন ও আশীর্বাদ অনুষ্ঠানের মধ্য দিয়ে আজ ৪ ডিসেম্বর বাস্তবায়িত করা হলো।
 
হাউজিং সোসাইটির চেয়ারম্যান মি. আগষ্টিন পিউরীফিকেশনের প্রত্যক্ষ নির্দেশনায় সোসাইটির সেক্রেটারি মি. ইমানুয়েল বাপ্পী মন্ডল, পরিচালক-অর্থ ও প্রশাসন মি. বাদল বি. সিমসাং, ট্রেজারার মি. ইউজিন কোড়াইয়া ও ব্যবস্থাপনা কমিটির কর্মকর্তাবৃন্দের উপস্থিতিতে শুভ উদ্বোধন অনুষ্ঠানে তেজগাঁও ধর্মপল্লীর পাল পুরোহিত ফাদার জয়ন্ত এস গমেজ, সহকারি পাল পুরোহিত ফাদার লেনার্ড রোজারিও প্রার্থনা ও আশীর্বাদ করেন। এরপর অতিথিসহ সকলে উদ্বোধনী ফলক উন্মোচন ও ফিতা কেটে নীড় ছাত্রী হোস্টেলে প্রবেশ করেন।



অনুষ্ঠানে স্বাগত বক্তব্য উপস্থাপন করেন সোসাইটির পরিচালক, অর্থ ও প্রশাসন মি. বাদল বি. সিমসাং। ফাদার জয়ন্ত এস গমেজ তিনি তার বক্তব্যে নীড় ছাত্রী হোস্টেল তেজগাঁও ধর্মপল্লীর অধীনে প্রতিষ্ঠিত হওয়ার জন্য ব্যবস্থাপনা কমিটিকে ধন্যবাদ জানান এবং ছাত্রীদের পড়াশুনার জন্য সুন্দর পরিবেশে হোস্টেল ব্যবস্থাপনা দেখে ভূয়সী প্রশংসা করেন। সোসাইটির সেক্রেটারি মি. ইমানুয়েল বাপ্পী মন্ডল তিনি হাউজিং সোসাইটির বর্তমান ব্যবস্থাপনা কমিটির প্রথম ও দ্বিতীয় পঞ্চবার্ষিকীর আলোকে গৃহীত প্রকল্পগুলো তুলে ধরেন এবং নীড় ছাত্রী হোস্টেল আজ বাস্তাবায়িত হওয়ায় সকলকে ধন্যবাদ জানান। ট্রেজারার মি. ইউজিন কোড়াইয়া সকলকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপনী বক্তব্য প্রদান করেন এবং ফাদার লেনার্ড রোজারিও’র প্রার্থনার মধ্য দিয়ে শেষ হয়। অনুষ্ঠানটি সঞ্চালনার দায়িত্বে ছিলেন নীড় ছাত্রী হোস্টেলের সুপারভাইজার মিসেস শিখা রাণী হালসনা। 



উল্লেখ্য, ৭৮ পশ্চিম তেজতুরীবাজার (আনন্দ সিনেমা হলের পেছনে) সোসাইটির নিজস্ব বিল্ডিং ও তত্ত্বাবধানে পরিচালিত মনোরম ও সুন্দর পরিবেশে পড়াশুনার জন্য কঠোর নিরাপত্তা ব্যবস্থাপসহ তিনবেলা খাবার, সিঙ্গেল বেড, টেবিল, লাইট-ফ্যান, লন্ড্রি সার্ভিস, সার্বক্ষণিক আইপিএস, ওয়াইফাই, ফ্রিজ, ফিল্টার পানি সুব্যবস্থা রয়েছে। ভর্তি কার্যক্রম চলমান রয়েছে। যোগাযোগ : 01329 648555

: Admin

কমেন্ট বক্স
সর্বশেষ
আজ ৫ জুলাই পালিত হয়েছে ১০৩তম আন্তর্জাতিক সমবায় দিবস। 

আজ ৫ জুলাই পালিত হয়েছে ১০৩তম আন্তর্জাতিক সমবায় দিবস।